
(বাংলা ২৪ বিডি নিউজ): রাজধানীর বংশালে প্রকাশ্যে মো. ইউসুফ আলী নামে এক ওয়ার্কশপ ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
বংশাল থানার সুরিটোলার ময়লার গলি এলাকায় রবিবার বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। ডান উরুতে গুলিবিদ্ধ হয়ে ব্যবসায়ী ইউসুফ এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ইউসুফ জানান, চাঁদপুর জেলার মতলবে তার ওয়ার্কশপের জন্য মালামাল কিনতে তিনি ঢাকায় এসেছিলেন। রবিবার বিকেলে সদরঘাট থেকে সিদ্দিকবাজার আসার পথে চার দুর্বৃত্ত তার রিকশার গতিরোধ করে। পরে ডান ঊরুতে গুলি করে সঙ্গে থাকা ৮০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
পরে বংশাল থানার এসআই মিজানুর রহমান তাকে উদ্ধার করে পুলিশের ভ্যানে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন বলেও জানান তিনি। আহত ব্যবসায়ীর অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
এসআই মিজানুর রহমান জানান, চার ছিনতাইকারীকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।