ঢাকা (বাংলা ২৪ বিডি নিউজ) : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের অনার্স (নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন) তৃতীয়বর্ষ ৮ মার্চ অনুষ্ঠেয় পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া এ পরীক্ষা আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার অন্যান্য তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে।
শনিবার বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়েল জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।