গাজীপুর (বাংলা ২৪ বিডি নিউজ): গাজীপুরের তেলিপাড়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী লেগুনার এক যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ১১ জন।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালুর রহমান জানান, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে একটি যাত্রীবাহী লেগুনা মাওনা যাচ্ছিল। লেগুনাটি তেলিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে হতাহতের এ ঘটনা ঘটে।
তিনি জানান, ট্রাকটি রং সাইড দিয়ে আসছিল। আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অজ্ঞাতপরিচয় (৪৮) এক ব্যক্তি মারা যান। দুপুর ২টার দিকে উন্নত চিকিৎসার জন্য এক শিশুসহ পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শিশুটির মা রোকসানা শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঢামেকে পাঠানো আহতদের মধ্যে রয়েছেন আশরাফ আলী (৪৫)। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।