ঢাকা (বাংলা ২৪ বিডি নিউজ): রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ১। এর উৎপত্তিস্থল মিয়ানমারে। ভূমিকম্পে গভীরতা ছিল ১২৫ কিলোমিটার।
এদিকে, ভূমিকম্পের কারণে নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা ভবন ছেড়ে রাস্তায় নেমে আসে।