
ঢাকা (বাংলা ২৪ বিডি নিউজ): বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশ পরিচালনায় সব ক্ষেত্রে ব্যর্থ হয়ে আওয়ামী সরকার ফ্যাসিবাদী আচরণের আশ্রয় নিয়ে দেশকে এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। মানুষের ভোটের অধিকারকে তুচ্ছ জ্ঞান এবং গণতান্ত্রিক অধিকারের প্রতি তাদের চিরাচরিত অবজ্ঞার কারণে দেশ এখন বন্দিশালায় পরিণত হয়েছে।’
ঠাকুরগাঁও জেলার সদর থানা বিএনপির সহ সভাপতি গোলাম মোস্তফাকে গ্রেপ্তারের প্রতিবাদে রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘বিগত ইউপি নির্বাচনে রুহিয়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরও জালিয়াতি করে একটি কেন্দ্রের ফলাফল পাল্টে দিয়ে গোলাম মোস্তফাকে পরাজিত দেখানো হয়। বিষয়টি নিয়ে হাইকোর্টে মামলাও হয়েছে। কিন্তু সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার কারণে গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করা হয়েছে।’
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘ইউপি নির্বাচনে ক্ষমতার দাপটে আওয়ামী সন্ত্রাসীদের ভোটকেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই ও জালভোটের মহাযজ্ঞ এবং মানুষ হত্যার ঘটনার পাশাপাশি নির্বাচন কমিশনের নির্লজ্জ ভূমিকার কারণে দেশে-বিদেশে বর্তমান ভোটারবিহীন সরকারের স্বৈরাচারী মুখোশ উন্মোচিত হয়েছে।’
তিনি বলেন, ‘ফলাফল পাল্টে দিয়ে পরাজিত ও পরবর্তীতে তাকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। বিরোধীদলের নেতা-কর্মীদের গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক কাহিনী তৈরি করে মামলা দায়ের, জুলুম নির্যাতন ও গণতান্ত্রিক অধিকারকে হরণ করে কোনো স্বৈরাচারী সরকার রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকতে পারেনি।’
মির্জা ফখরুল বলেন, দমন-পীড়ন চালিয়ে বিরোধীদলের গণতান্ত্রিক আন্দোলনকে কখনো থামানো যায়নি। নির্যাতনের মাত্রা যতই বৃদ্ধি করা হয়েছে ততই বিরোধীদলীয় নেতা-কর্মীরা সুসংগঠিত হয়ে জনগণকে সঙ্গে নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে গণআন্দোলনকে আরো বেগবান, গতিশীল ও শক্তিশালী করতে দৃঢ়প্রতিজ্ঞ হয়েছে।
তিনি গোলাম মোস্তফার বিরুদ্ধ দয়ের করা মামলা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন।