নাটোর (বাংলা ২৪ বিডি নিউজ): শেষ ধাপে নাটোরের দুইটি উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে পাঁচটিতে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন।
বিএনপি প্রার্থীর পোলিং এজেন্টদের বুথ থেকে বের করে দেয়া, বিএনপির ভোটারদের কেন্দ্রে যেতে বাধা প্রদান ও নির্বাচনে অনিয়মের অভিযোগে এই বয়কটের ঘোষণা দেন তারা। বয়কটকৃত ইউনিয়নগুলোর মধ্যে দুইটি বাগাতিপাড়া উপজেলায় এবং তিনটি গুরুদাসপুর উপজেলায়।
বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের বিএনপি মনোনীত প্রার্থী গোলাম রব্বানী, বাগাতিপাড়া সদর ইউনিয়নের হায়দার রশিদ সোনা, গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের জাফর ইকবাল নয়ন, বিয়াঘাট ইউনিয়নের শাহজাহান আলী এবং ধারাবারিষা ইউনিয়নের মনিরুজ্জামান নির্বাচন বয়কট করেছেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক বয়কটের সত্যতা নিশ্চিত করেছেন।