নারায়ণগঞ্জ (বাংলা ২৪ বিডি নিউজ): নারায়ণগঞ্জ বন্দর উপজেলার হাজীপুর এলাকায় বসুন্ধরা গ্রুপের কাভার্ডভ্যানের চাপায় সেকান্দার (৩০) নামে এক সি এন জি চালক নিহত হয়েছে। রবিবার রাত দেড়টায় বন্দর মদনপুর রোড়ে হাজীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সেকান্দার বন্দর সোনাকান্দা এলাকার কাশেম মৃধার ছেলে।
বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আসান উল্লা জানান, রাত দেড়টার দিকে বন্দর খেয়াঘাট থেকে যাত্রী নিয়ে কলাগাছিয়া যাচ্ছিল সিএনজিটি। পথে হাজীপুর এলাকায় গিয়ে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তা মেরামত করার সময় বসুন্ধরা গ্রুপের একটি কাভার্ডভ্যান সেকান্দারকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।