ডেস্ক সংবাদ (বাংলা ২৪ বিডি নিউজ): সাহারা মরুভূমি থেকে ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নাইজারের মানবপাচারচক্র তাদের সাহারা মরুভূমিতে রেখে চলে যায়। সেখানে পানি না পেয়ে পিপাসার্ত মানুষগুলো মারা যায়। আলজাজারিা অনলাইনের এক খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।
নাইজারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ৬ থেকে ১২ জুনের মধ্যে আলজেরিয়ায় পৌঁছানোর পথে সাহারা মরুভূমি পাড়ি দেওয়ার সময় তারা মারা যায়।
বিবৃতিতে জানানো হয়েছে, উদ্ধার হওয়া ৩৪ মরদেহের মধ্যে পাঁচজন পুরুষ, নয়জন নারী এবং ২০ জন শিশু। মানবপাচারকারীরা তাদেরকে মরুভূমিতে ফেলে রেখে যায়।