
পাবনা (বাংলা ২৪ বিডি নিউজ) : পাবনার সুজানগরে জিহাদি বই ও ককটেল তৈরির সরঞ্জামসহ সন্দেহভাজন দুই জামায়েতুল মুজাহেদিন বাংলাদেশের (জেএমবি) ২ সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ১১টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- জেলার সুজানগর উপজেলার গগনপুর এলাকার মো. সানাউল্লাহ (৩৫) ও সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ওমর ফারুক (২৬)।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর জানান, সুজানগর পৌর এলাকার পালপাড়া মহল্লায় সানাউল্লাহর বোনের বাড়িতে শনিবার রাতে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিলেন সানাউল্লাহ ও ওমর ফারুকসহ আরও অন্তত ১৫ জন। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও সানাউল্লাহ ও ওমর ফারুককে আটক করা হয়।
তিনি জানান, পরে ঘটনাস্থল থেকে বেশকিছু জিহাদি বই ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। আটক দুইজন জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি) সদস্য বলে দাবি পুলিশের। জিজ্ঞাসাবাদে আটককৃতরা তাদের আরও ৪ সহযোগীর নাম জানিয়েছেন। তাদের গ্রেফতারে চেষ্টা চলছে।
ওসি জানান, এ ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) জাকারিয়া বাদী হয়ে আটক দুইজনসহ নামীয় ছয়জন ও অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করে একটি মামলা করেছেন। রবিবার দুপুরে তাদের আদালতে হাজির করা হবে।