ডেস্ক সংবাদ (বাংলা ২৪ বিডি নিউজ) : ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ২৩ আগস্ট মঙ্গলবার থেকে।বুধবার দুপুরে বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অ্যাসোসিয়েশনের কার্যকরী সদস্য মো. সালাউদ্দিন ও জানিয়েছেন।
এর আগে অ্যাসোসিয়েশন আগামী ২৬ আগস্ট শুক্রবার থেকে টিকিট বিক্রির প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিল। তবে আজ বৈঠকে তা আরো তিন দিন এগিয়ে আনা হলো।
মো. সালাউদ্দিন বলেন, ২৩ আগস্ট থেকে দেশের উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চেলর টিকিট একযোগে বিক্রি শুরু হবে।
প্রসঙ্গত, গত বছরের ২৫ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। ঈদের ১৪ দিন আগে ১১ সেপ্টেম্বর বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। এবার চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।