
ক্রীড়া ডেস্ক (বাংলা ২৪ বিডি নিউজ) : দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলতে গত রাতে ঢাকায় পৌঁছেছে ইংল্যান্ড দল। ৭ অক্টোবর মিরপুরে হবে প্রথম ওয়ানডে। ২০ অক্টোবর চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। এর আগে ৩ অক্টোবর প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড দল। অ্যান্ডারসনের চোটে টেস্ট দলে ফিরেছেন জেইক বল। উডের জায়গায় ওয়ানডে দলে এসেছেন আরেক পেসার স্টিভেন ফিন।
ইংল্যান্ডের টেস্ট দলের মূল স্ট্রাইক বোলার অ্যান্ডারসন গত আগস্টে পাকিস্তানের কাছে সিরিজের চতুর্থ টেস্টে হেরে যাওয়ার পর আর খেলেননি। টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেটশিকারী ৩৪ বছর বয়সী অ্যান্ডারসন ডান কাঁধের ব্লেডের স্ট্রেস ফ্র্যাকচার থেকে পুরোপুরি সেরে ওঠেননি। অ্যান্ডারসনের চোটের কথা মাথায় রেখে আগে থেকেই বিকল্প হিসেবে প্রস্তুত থাকতে বলা হয়েছিল বলকে। গত জুলাইয়ে পাকিস্তানের বিপক্ষে একটি টেস্ট খেলে ১ উইকেট নিয়েছেন তিনি। আগে থেকেই ওয়ানডে দলে আছেন ২৫ বছর বয়সী এই পেসার। উড গোড়ালির গাঁটের চোটের চিকিৎসা নিচ্ছেন। ইংল্যান্ডের ওয়ানডে ও টেস্ট দুই দলেই ছিলেন ২৬ বছর বয়সী উড। ওয়ানডে দলে তার জায়গায় ফিনকে নেয়া হলেও টেস্ট দলে এখনও কাউকে নেয়া হয়নি।
ইংল্যান্ড ওয়ানডে দল : জস বাটলার (অধিনায়ক), মইন আলি, জনি বেয়ারস্টো, জেইক বল, স্যাম বিলিংস, লিয়াম ডসন, বেন ডাকেট, লিয়াম প্লানকেট, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, জেমস ভিন্স, ডেভিড উইলি, ক্রিস ওকস, স্টিভেন ফিন।
ইংল্যান্ড টেস্ট দল : অ্যালেস্টার কুক , মইন আলি, জাফর আনসারি, জনি বেয়ারস্টো, জেইক বল, গ্যারি ব্যালান্স, গ্যারেথ ব্যাটি, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, বেন ডাকেট, স্টিভেন ফিন, হাসিব হামিদ, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস, ক্রিস ওকস।