
নীলফামারী প্রতিনিধি (বাংলা ২৪ বিডি নিউজ): চালকের শাস্তির দাবীতে সোমবার দুপুরে এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখে নীলফামারীর পলাশবাড়ি পরশমণি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নীলফামারী-ডোমার সড়কের পলাশবাড়ি বাজারে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা সে সময় চালকের দৃষ্টান্ত মুলক শাস্তিসহ বাজারের সামনে স্পিড ব্রেকার স্থাপনের দাবী জানান।
রবিবার বিকেলে ডোমার সড়কের শুকানদিঘি মিলের পাড় নামক স্থানে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত হয় পলাশবাড়ি পরশমণি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র অনুকুল চন্দ্র। সোমবার সকালে স্কুলে গিয়েও ক্লাশ বর্জন করে সড়ক অবরোধ শুরু করে শিক্ষার্থীরা। পরে পুলিশের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নেন তারা।
পলাশবাড়ি পরশমণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর আলী জানান, দুর্ঘটনায় নিহত অনুকুল চন্দ্রের তার নিজ বাড়ি কিসামত ভুটিয়ান গ্রামের শশ্মানে শেষকৃত্ত সম্পন্ন করা হয়। তার অকালে ঝড়ে যাওয়ায় পুরো স্কুলে শোকের ছায়া নেমে আসে।
সোমবার সকালে নিহতের স্মরণে এক মিনিট নিরবতা পালনসহ শোক কর্মসুচী পালন করা হয় বলে জানান প্রধান শিক্ষক।
নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক(এসআই) মফিজুল হক জানান, দুর্ঘটনায় নিহত অনুকুল চন্দ্রের বাবা চিত্ত রঞ্জন রায় বাদী হয়ে একটি মামলা করেছেন। আটক পিকআপ চালক আতাউর রহমানকে দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।