ঢাকা (বাংলা ২৪ বিডি নিউজ) : বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসকে সভাপতি ও সুলতানা আহমেদকে সাধারণ সম্পাদক করে মহিলা দলের আশিংক কমিটি ঘোষণা করা হয়েছে।
এ ছাড়া নুরজাহান ইয়াসমিনকে সিনিয়র সহ-সভাপতি, জেবা খানকে সহ-সভাপতি এবং হেলেন জেরিন খানকে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কমিটির অনুমোদন দেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিএনপির গঠনতন্ত্রের ১৩ এবং ৮ (১) ধারায় অর্পিত ক্ষমতাবলে দলের চেয়ারপারসনের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগর উত্তর এবং ঢাকা মহানগর দক্ষিণ শাখার কমিটি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুমোদন করেছেন।’
মহিলা দল ঢাকা মহানগর উত্তর শাখা কমিটি-পেয়ারা মোস্তফা সভাপতি, মেহেরুন নেছা সিনিয়র সহ-সভাপতি, আমেনা বেগম সাধারণ সম্পাদক, রোকেয়া বেগম তামান্না এবং রাবেয়া আলম যুগ্ম সাধারণ সম্পাদক।
মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণ শাখা কমিটি-রাজিয়া আলিম সভাপতি, আসমা আফরিন সিনিয়র সহ-সভাপতি, শামসুন নাহার বেগম সাধারণ সম্পাদক এবং সুরাইয়া বেগম ও রোকেয়া চৌধুরী বেবী যুগ্ম সাধারণ সম্পাদক।