
স্টাফ রিপোর্টার (বাংলা ২৪ বিডি নিউজ): নবাধিকার সংগঠন অধিকার এর ২২তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে অধিকার নারায়ণগঞ্জ ইউনিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ শহরের কলেজ রোড এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অধিকার নারায়ণগঞ্জ ইউনিটির সমন্বয়ক বিল্লাল হোসেন রবিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, মানবাধিকারকর্মী এম কবীর ইউ চৌধুরী, সাবংাদিক এনামুল হক প্রিন্স, আলমগীর আজিজ ইমন, শিক্ষক মো: জসিম উদ্দিন, মানবাধিকারকর্মী রাজিয়া সুলতানা শিশির, তাওফিকুল ইসলাম দীপু, তাসলিমা আক্তার আখি, আশরাফ সিদ্দিকি দুপুর, কলেজ শিক্ষার্থী শামীম আরা শাম্মী, ফারজানা রশিদ রোম্মান, আবু বকর সিদ্দিক, ছেফায়েত উল্লাহ মাসফি, আব্দুর রউফ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে গণতন্ত্র না থাকায় সর্বত্র আজ মানবাধিকার লংঘিত হচ্ছে। মানবাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ এবং গুম, খুন, বিচারবহিভুত হত্যাকান্ডের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সকল বাধা বিপত্তি উপেক্ষা করে প্রতিকুল পরিস্থিতিতেও ‘অধিকার’ মানবাধিকার লংঘনের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। মানবাধিকার রক্ষায় অধিকার এর লড়াইকে এগিয়ে নিয়ে যেতে হবে। সভায় সিলেটের এমসি কলেজে পরীক্ষা দিতে আসা সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে কুপিয়ে গুরুতর জখম করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এবং ঘটনার সাথে জড়িত ছাত্রলীগ নেতা বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।