
ঢাকা (বাংলা ২৪ বিডি নিউজ): চার বছর আগে যে আইভীকে দেখেছি এখন আর সেই আইভী নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। তিনি বলেন, ‘একসময় আইভীর ভোটার ছিল নারায়ণগঞ্জে সন্ত্রাসীদের দ্বারা নির্যাতিত আর আওয়ামী লীগের দ্বারা অত্যাচারিতরা। চাঁদাবাজ, অস্ত্রধারী, দুর্নীতিবাজদের বিরুদ্ধে এক সমময় প্রতিবাদী ছিলেন আইভী। কিন্তু এখন আইভীর প্রধান সঙ্গী শামীম ওসমান। আইভীর সেই সামাজিক শক্তি আর নেই। যারা আইভীকে আগে যার ভোট দিয়েছিল তারা আর আইভীকে ভোট দেবে না।’ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে লুই আই কানের নকশা বাস্তবায়নের নামে জিয়ার মাজার সরানোর ষড়যন্ত্রের প্রতিবাদে বাংলাদেশ ইয়ুথ ফোরামের আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘নারায়ণগঞ্জে গত কয়েকবছর ধরে খুন হয়েছে। সবচেয়ে আলোড়িত বিষয় সাত খুন। সেখানে যত অস্ত্র রয়েছে সব আওয়ামী লীগের হাতে, তাদের সন্ত্রাসীদের হাতে।’ ফলে নাসিক নির্বাচনের আগে সেই অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেফতার করার দাবি করেন তিনি।
বিএনপির প্রার্থী সাখাওয়াত প্রসঙ্গে তিনি বলেন, ‘সাতখুনের বিরুদ্ধে যিনি সোচ্চার ছিলেন, সাহসিকতার সঙ্গে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তিনি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। তাকে নারায়ণগঞ্জবাসী চায়।’
লুই আই কানের নকশার বিষয়ে নোমান বলেন, ‘লুই আই কানের করা নকশাটি ১৯৬২ সালে পাকিস্তানের পতাকার আদলে করা হয়েছিল। এখন যেখানে জিয়ার মাজার রয়েছে সেখানে সুন্দর বাগানের নকশা রয়েছে। দেশের একজন মুক্তিযোদ্ধার মাজার সরানোর ষড়যন্ত্র তারা করছে।’