
বিনোদন প্রতিবেদক (বাংলা ২৪ বিডি নিউজ) : চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা মিজু আহমেদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ট্রেনে দিনাজপুর যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলা চলচ্চিত্রের অন্যতম এ খল অভিনেতা। সোমবার রাত পৌনে ৮টার দিকে ট্রেনের ভেতরেই হার্ট অ্যাটাক হয় তার।
পরে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে তাকে নামানো হলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সেখান থেকে মরদেহ কুর্মিটোলা হাসপাতালে নেয়া হচ্ছে বলে জানা গেছে। লাশবাহী গাড়িতে মিজু আহমেদের পরিবারের সদস্য ও চলচ্চিত্রের অনেকেই রয়েছেন।
মরদেহের সঙ্গে মিজু আহমেদের মেয়ের জামাই ও মিশা সওদাগর রয়েছেন। রাত ৯টা ৩৫ মিনিটে কুর্মিটোলা হাসপাতালে মরদেহ নেয়া হয়। হাসপাতালে ছুটে এসেছেন চিত্রনায়ক রিয়াজ, আমিন খানসহ আরও অনেকেই।
জানা গেছে, হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষ করে রাতেই মরদেহ নিয়ে যাওয়া হবে মিজু আহমেদের নিজ বাসায়। এ অভিনেতা দীর্ঘদিন ধরে রাজধানীর পান্থপথে স্কয়ার হাসপাতালের বিপরীতে কনকর্ড টাওয়ারে বসবাস করতেন।
মিজু আহমেদ ১৯৭৮ সালে চলচ্চিত্রে পা রাখেন। অভিনয়ের পাশাপাশি তিনি একজন প্রযোজক হিসেবেও ছিলেন সফল ও জনপ্রিয়। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ফ্রেন্ডস মুভিজ।
এদিকে মিজু আহমেদের মৃত্যুর খবর পেয়ে কুর্মিটোলায় জড়ো হয়েছেন ওমর সানি, মিশা সওদাগার, রিয়াজ, আমিন খানসহ চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
অভিনেতা রিয়াজ বলেন, ‘মৃত্যুর খবর পেয়েই আমরা হাসপাতালে ছুটে এসেছি। মিজু ভাই ছিলেন সজ্জন মানুষ। আজীবন তিনি চলচ্চিত্রকে ভালোবেসে গেছেন। তার মৃত্যু আমাদের এবং চলচ্চিত্র শিল্পকে অনেক ক্ষতির মুখে ফেলে গেছে। আমি উনার আত্মার শান্তি কামনা করছি।’
অভিনেতা মিশা সওদাগর বলেন, ‘আমি প্রথমে কাজী হায়াত ভাইয়ের কাছে খবর পাই যে মিজু আহমেদ ভাই স্ট্রোক করেছেন। আমরা পথিমধ্যে মৃত্যুর খবর পাই।’
মিজু আহমেদের নাতি তানভীর বলেন, ‘কখন জানাজা হবে সেটা এখনও ঠিক হয়নি। তবে নানার মরেদেহ দাফন করা হবে তার গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার কোটবাড়ীতে।’
জানা গেছে, আজ দিনাজপুরের স্বপ্নপুরীতে নতুন একটি ছবির শুটিংয়ের জন্য একাই রওনা দেন মিজু আহমেদ। ট্রেনটি কমলাপুর থেকে রাত ৭টা ৫০ মিনিটে ছেড়ে আসে। বিমানবন্দর স্টেশনের নিকট ট্রেন পৌঁছলে তিনি হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালে নেয়ার আগেই তিনি সাড়ে ৮টা নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়েন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তার মৃত্যুতে চলচ্চিত্রে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, আহমেদ ইলিয়াস ভুইয়া পরিচালিত ‘মানুষ কেন অমানুষ’ নামের একটি ছবির শুটিংয়ে দিনাজপুর যাচ্ছিলেন।