• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৮:১৯ অপরাহ্ন
  • [gtranslate]

বাংলাদেশের নির্বাচনের বিষয়ে যুক্তরাষ্ট্রের কিছু করার নেই : কৃষিমন্ত্রী

বাংলা ২৪ বিডি নিউজ:
আপডেট : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২

পৃথিবীর কোনও দেশেই তত্ত্বাবধায়ক সরকার নেই, বাংলাদেশেও আর কোনোদিন আসবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

 

বৃহস্পতিবার (১৪ জুলাই) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) প্রকল্পের আওতায় কৃষির উৎপাদন সম্প্রসারণ বিষয়ক এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

 

কৃষিমন্ত্রী বলেন, ‘বিএনপি যতই এ (তত্ত্বাবধায়ক সরকার) নিয়ে কথা বলুক বা বিদেশিদের সঙ্গে কথা বলুক; এতে কোনও লাভ হবে না। নির্বাচনে আসতে হলে বিএনপিকে জনগণের কাছেই ফিরতে হবে। যুক্তরাষ্ট্র যত বড় ক্ষমতাধর দেশই হোক না কেন, বাংলাদেশের নির্বাচনের বিষয়ে তাদের কোনও কিছু করার নেই।’

 

তিনি বলেন, ‘বিএনপি যদি মনে করে বিদেশিদের সাথে আলোচনা করে আন্দোলনের ক্ষেত্র তৈরি করবে সেটা কোনোদিনই সফল হবে না।’


এই বিভাগের আরও সংবাদ