• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০২:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

যুক্তরাষ্ট্রে সালমান রুশদির ওপর হামলা

বাংলা ২৪ বিডি নিউজ:
আপডেট : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের এক মঞ্চে লেখক সালমান রুশদির ওপর হামলা চালানো হয়েছে। ঘটনার সময়ে বুকার পুরস্কার জয়ী এই লেখক চাওটাওকুয়া ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে কথা বলছিলেন। এক পুরুষকে দৌড়ে মঞ্চে উঠে রুশদিকে ঘুষি কিংবা ছুরিকাঘাত করতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা।

 

সোশাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, হামলার পরই দ্রুত মঞ্চের দিকে ছুটতে শুরু করেন অনুষ্ঠিত উপস্থিত অনেকেই। হামলাকারীকে আটকে রাখা হয়।

 

‘দ্য স্যাটানিক ভার্সেস’ লেখার কারণে বহু বছর ধরেই হত্যার হুমকি পেয়ে আসছেন ভারতীয় বংশোদ্ভূত লেখক সালমান রুশদি। হামলার পর তার অবস্থা জানা যায়নি।

 

‘দ্য স্যাটানিক ভার্সেস’ বইটিকে বহু মুসলিম ধর্ম অবমাননাকারী বলে মনে করে থাকে। বইটি ১৯৮৮ সালে ইরানে নিষিদ্ধ হয়। এর এক বছর পর ইরানের প্রয়াত নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি রুশদিকে হত্যার ফতোয়া দেন। তার মাথার মূল্য ৩০ লাখ ডলার নির্ধারণ করে দেওয়া হয়।

 

ভারতীয় বংশোদ্ভূত লেখক সালমান রুশদির যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য উভয় দেশের নাগরিকত্ব রয়েছে। মত প্রকাশের স্বাধীনতার পক্ষে সোচ্চার এই লেখক বেশ কয়েকবারই নিজের কাজের পক্ষে অবস্থান ব্যক্ত করেছেন।

 

সূত্র: বিবিসি


এই বিভাগের আরও সংবাদ