ইংরেজী নববর্ষ ২০২০ উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ডবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো: আরিফুল হক হাসান।
নববর্ষ ২০২০ সবার জীবনে অনাবিল আনন্দ ও কল্যাণ বয়ে আনুক- এমন প্রত্যাশায় আরিফুল হক হাসান বলেন, ‘নববর্ষ সবার মাঝে জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। বিগত বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাক বাংলাদেশ- ইংরেজী নববর্ষে এ প্রত্যাশা করি।’ সেই সাথে নতুন বছর ৪নং ওয়ার্ডের সকল শ্রেণি পেশার মানুষের জন্য শান্তিময় হয়ে উঠুক।