আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের কোষাধ্যক্ষ পদে পুনরায় দায়িত্ব পেয়েছেন রংপুর-৫ আসনের সংসদ সদস্য এইচএন আশিকুর রহমান। এই নিয়ে তিনি টানা পাঁচবার আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হলেন।
বুধবার (৮ জানুয়ারি) দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে তথ্য বলা হয়, গত ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১ তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের দ্বিতীয় দিনে কার্যনির্বাহী সংসদের অধিকাংশ পদে কর্মকর্তাদের নাম ঘোষণা করা হয়। এরপর কয়েক দিন পর আরও কিছু পদে দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। এখন পর্যন্ত আরও তিনটি সম্পাদকীয় পদ খালি রয়েছে। এগুলো হলো একটি সাংগঠনিক সম্পাদক, শিল্প ও বাণিজ্য সম্পাদক এবং ধর্ম সম্পাদক।
আওয়ামী লীগের প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গত ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠিত আওয়ামী লীগের ২১ তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে এইচএন আশিকুর রহমানকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কোষাধ্যক্ষ হিসেবে মনোনয়ন দেন।