আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনকে কেন্দ্র করে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে দলের কাউন্সিলর ও ডেলিগেটদের ভিড় জমেছে। ভেতরে প্রবেশ করার জন্য উত্তর এবং পূর্ব পাশ থেকেই লাইন ধরেছেন তারা।
সারাদেশ থেকে আসা আওয়ামী লীগের নেতাকর্মীরা কাউন্সিলর ও ডেলিগেটদের সঙ্গে যোগ দেয়ায় হাজার হাজার লোকের সমাগম ঘটেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে।
অতিরিক্ত মানুষের চাপের কারণে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রবেশ করতে গিয়ে বেশ কয়েকজন পড়ে আহত হয়েছেন বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
শনিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে কাউন্সিল অধিবেশন শুরু হওয়ার কথা থাকলেও ১০টা পর্যন্ত অনেক কাউন্সিলর প্রবেশ করতেই পারেননি। তারা সঠিক সময়ে প্রবেশ করতে পারবে কি-না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। ভিড় সামাল দিতে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে।