1. admin@bangla24bdnews.com : b24bdnews :
  2. robinmzamin@gmail.com : mehrab hossain provat : mehrab hossain provat
  3. maualh4013@gmail.com : md aual hosen : Md. Aual Hosen
  4. tanvirahmedtonmoy1987@gmail.com : shuvo khan : shuvo khan
শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ০৪:০৪ পূর্বাহ্ন

করোনাভাইরাসে কোন দেশে কত বাংলাদেশি আক্রান্ত-মৃত

ডেস্ক রিপোর্ট (বাংলা ২৪ বিডি নিউজ):
  • আপডেট সময় : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ৯৬

বিদেশে প্রায় ১৬৮টি দেশে ছড়িয়ে আছেন বাংলাদেশিরা। সেসব দেশের প্রায় সবই এখন করোনায় কমবেশি আক্রান্ত। প্রবাসী বাংলাদেশিরাও আক্রান্ত হয়েছেন। অনেকে মৃত্যুবরণও করেছেন।

ব্র্যাকের তথ্য অনুযায়ী, করোনার কারণে বিদেশের মাটিতে মোট ১৯টি দেশে অন্তত ১ হাজার ৩৭৭ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। বিভিন্ন দেশে আক্রান্ত হয়েছেন ৭০ হাজার। ৫ জুলাই পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এ পরিসংখ্যান দিয়েছে ব্র্যাক।

সৌদি আরব

মধ্যপ্রাচ্যের এই দেশটিতে মোট সোয়া দুই লাখ মানুষ করোনায় আক্রান্ত। ৫ জুলাই পর্যন্ত মারা গেছেন দুই হাজার ১০০। এর মধ্যে ৫২১ জনই বাংলাদেশি। অর্থাৎ, সৌদি আরবে করোনায় মৃতদের এক চতুর্থাংশই প্রবাসী বাংলাদেশি। ব্র্যাকের তথ্য অনুযায়ী সৌদিতে প্রায় ২০ হাজার বাংলাদেশি সংক্রমিত হয়েছেন। এদের মধ্যে বড় অংশই অবশ্য সুস্থ হয়ে গেছেন।

আমিরাত

সৌদি আরবের পর করোনায় সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। উপসাগরীয় দেশটিতে করোনায় মৃত্যুবরণকারী ৩২৮ জনের ১২২ জনই বাংলাদেশি। দেশটিতে মোট আক্রান্ত সাড়ে চার হাজার।

কুয়েত

কুয়েতে চার হাজার বাংলাদেশি আক্রান্ত। এর মধ্যে ৫ জুলাই পর্যন্ত ৬০ জন প্রাণ হারিয়েছেন। গোটা দেশটিতে ৯ জুলাই পর্যন্ত মোট ৫২ হাজার ৮০০ জনের করোনা শনাক্ত হয়েছে, মারা গেছেন ৩৮২ জন।

ওমান

ওমানে করোনাভাইরাসে এখন পর্যন্ত ২০ জন বাংলাদেশি মারা গেছেন। দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা ২৩৬, পজিটিভ হয়েছেন প্রায় ৫২ হাজার।

কাতার

কাতারে ১২ হাজার বাংলাদেশি আক্রান্ত। এর মধ্যে মারা গেছেন ১৮ জন। ৯ জুলাই পর্যন্ত দেশটিতে সর্বমোট এক লাখের উপরে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ১৪২ জন।

বাহরাইন

বাহরাইনে আক্রান্ত হয়েছেন এক হাজার বাংলাদেশি। এর মধ্যে মারা গেছেন নয় জন।

যুক্তরাজ্য

যুক্তরাজ্যে ৩০৫ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১৫ হাজারের বেশি।

সিঙ্গাপুর

এখন পর্যন্ত প্রবাসে সবচেয়ে বেশি ২৩ হাজার বাংলাদেশি আক্রান্ত হয়েছেন সিঙ্গাপুরে। তাদের বেশিরভাগই শ্রমিক। তবে সেখানে তারা সর্বোচ্চ স্বাস্থ্যসেবা পেয়েছেন।দেশটিতে বাংলাদেশের কারো প্রাণহানির তথ্যও মেলেনি। একইভাবে প্রায় এক হাজার জন্য আক্রান্ত হলেও মালদ্বীপেও কোনো বাংলাদেশি মারা যাননি।

যুক্তরাষ্ট্র

সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের দেশ যুক্তরাষ্ট্র। সেখানে বাংলাদেশিরাও ব্যাপকভাবে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২৭২ জন। এই দেশটিতেও আক্রান্ত ১৫ হাজারের উপরে।

ইতালি

ইউরোপে করোনায় সবচেয়ে বেশি ভুগেছে ইতালি। দেশটিতে প্রায় ৩০০ বাংলাদেশি আক্রান্ত হয়েছেন, মৃত্যুবরণ করেছেন ১৪ জন

অন্যান্য

৫ জুলাই পর্যন্ত কানাডায় নয়জন, সুইডেনে আট জন, ফ্রান্সে সাত জন, স্পেনে পাঁচ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। ভারত, মালদ্বীপ, পর্তুগাল, কেনিয়া, লিবিয়া, দক্ষিণ আফ্রিকা ও গাম্বিয়ায় একজন করে বাংলাদেশির করোনায় মারা যাওয়ার খবর পাওয়া গেছে। ডিডাব্লিউ

ফেসবুকে আমরা

এ বিভাগের আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.bangla24bdnews.com কর্তৃক সংরক্ষিত
Customized By NewsSmart