করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ছোটন দেব (২৯) নামে বাংলাদেশ পুলিশের আরও এক সম্মুখযোদ্ধা। তিনি কক্সবাজার জেলা পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ছোটন দেব রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ (বৃহস্পতিবার) ভোর রাতে মৃত্যুবরণ করেন। তিনি ২০১১ সালের ১৪ আগস্ট বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১৪ মাস বয়সী একমাত্র শিশু কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার বাড়ি চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার বাতাজুড়ি গ্রামে।
বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় ছোটন দেবের মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় রীতিতে তার মরদেহ সৎকার করা হবে।
উল্লেখ্য, এ নিয়ে করোনাকালে জনগণকে সুরক্ষিত রাখতে গিয়ে ৫৩ জন পুলিশ সদস্য জীবন উৎসর্গ করলেন।