মরণঘাতি করোনাভাইরাসে নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি বন্দরের বাসিন্দা। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৪৯ জনে। এছাড়া নতুন করে আরো ১৬ জন আক্রান্ত হয়েছে। এরমধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ৯ জন, সদরে ৪ জন, বন্দরে ১ জন, আড়াইহাজারে ১ জন ও সোনারগাঁও ১ জন । এ নিয়ে পুরো জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৭৬৬ জনে।
মোট সুস্থ্য হয়েছেন ৭ হাজার ২০৭ জন। জেলায় এই পর্যন্ত মোট ৫৬ হাজার ২৮৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০৬ জনের।
শনিবার (২৮ নভেম্বর) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ২৯ জন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৭৮ জন ও আক্রান্ত ২ হাজার ৯১৩ জন। সদর উপজেলায় মারা গেছেন ২৬ জন ও আক্রান্ত ১ হাজার ৭০৮ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ৩৬৯ জন ও মারা গেছেন ৬ জন, আড়াইহাজারে আক্রান্ত ৬৫৫ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ৭০৭ ও মারা গেছেন ২৩ জন এবং রূপগঞ্জে আক্রান্ত ১ হাজার ৪১৪ জন ও মারা গেছেন ১২ জন ।
উল্লেখ্য নারায়ণগঞ্জে ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয় নারায়ণগঞ্জে। ৩০ মার্চ প্রথম নারায়ণগঞ্জের বন্দরের রসুলবাগে করোনার উপসর্গ নিয়ে পুতুল নামে এক নারী মারা যায়। ৭ এপ্রিল নারায়ণগঞ্জকে করোনার হটস্পট ঘোষনা করা হয়। এরপর ৮ এপ্রিল সকাল থেকে পুরো নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন করেন আইএসপিআর। পরে নারায়ণগঞ্জের কপাল থেকে হটস্পটের তকমা তুলে নেয়া হয়েছে।