1. admin@bangla24bdnews.com : b24bdnews :
  2. robinmzamin@gmail.com : mehrab hossain provat : mehrab hossain provat
  3. maualh4013@gmail.com : md aual hosen : Md. Aual Hosen
  4. tanvirahmedtonmoy1987@gmail.com : shuvo khan : shuvo khan
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২০, ০৫:৩৪ পূর্বাহ্ন

করোনা আক্রান্ত মা শিশুকে বুকের দুধ খাওয়াতে পারবেন: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার (বাংলা ২৪ বিডি নিউজ):
  • আপডেট সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২০
  • ৬২

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত মা শিশুকে বুকের দুধ খাওয়াতে পারবেন। করোনা আক্রান্ত মায়ের বুকের দুধে শিশুর কোনো ক্ষতি হবে না এবং নিরাপদ বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (৯ আগস্ট) সচিবালয়ে ৯ থেকে ১৬ আগস্ট পর্যন্ত বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা জানান।

শিশুকে বুকের দুধ খাওয়ানোর ক্ষেত্রে বাংলাদেশ ভালো অবস্থানে আছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘বিশ্বে মাতৃদুগ্ধ দিয়ে থাকেন ৪০ শতাংশ, আমাদের দেশে বর্তমানে আছে ৬৫ শতাংশ। এটা অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো, এটা আরও ভালো হওয়া প্রয়োজন। একটি শিশু মায়ের বুকের দুধ পেলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি পায়।’

‘ওয়ার্ল্ড ব্রেস্টফিডিং ট্রেন্ডস ইনিশিয়েটিভ-২০১৫ এর প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ ১৫০টি দেশের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে। এটা খুবই গর্বের বিষয়।’

তিনি বলেন, ‘ছয় মাস বয়স পর্যন্ত একটি শিশুর জন্য মায়ের বুকের দুধই যথেষ্ট। ছয় মাস পর মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি খাবার খাওয়ালে শিশু সুস্থ থাকবে, অসুখ বিসুখ থেকে রক্ষা পাবে। আমরা শিশুকে পাউডার মিল্ক খাওয়ানোর বিষয়ে নিরুৎসাহিত করছি, এর পরিবর্তে শিশুকে সুষম খাবার দেয়া যেতে পারে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা এটাও বলতে চাই, করোনার সময় মায়ের বুকের দুধ খাওয়ালে কোনো সমস্যা হবে না। মায়ের দুধে করোনাভাইরাস থাকে না। নিরাপদে শিশুকে বুকের দুধ খাওয়ানো যাবে কোনো সমস্যা নেই।’

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের জাতীয় পুষ্টি সেবা লাইন ডাইরেক্টর ডা. এস এম মোস্তাফিজুর রহমান বলেন, ‘করোনা পজিটিভ মা বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারবেন। মাকে মাস্ক পরতে হবে। গত ছয় মাসে বিজ্ঞান এটাই বলেছে- মা পজিটিভ থাকা অবস্থায় বাচ্চাকে নিরাপদে দুধ খাওয়াতে পারবে।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর বাংলাদেশের ৯ থেকে ১৬ আগস্ট বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হবে। এবার সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে- সাপোর্ট ব্রেস্টফিডিং ফর এ হেলদিয়ার প্লানেট; অর্থাৎ মাতৃদুগ্ধদানে সহায়তা করুন-স্বাস্থ্যকর পৃথিবী গড়ুন।

সপ্তাহের উদ্দেশ্য তুলে ধরে অনুষ্ঠানে জানানো হয়, মাতৃদুগ্ধদানের সঙ্গে পরিবেশ/জলবায়ু পরিবর্তনের সম্পর্কে অবহিত করা, শিশুকে মাতৃদুগ্ধ পান করানোকে জলবায়ু বান্ধব সিদ্ধান্ত হিসেবে প্রতিষ্ঠা, বৃহত্তর ফলাফলের জন্য বিভিন্ন ব্যক্তি ও সংস্থাকে সম্পৃক্ত এবং মাতৃদুগ্ধ পান নিশ্চিত করার মাধ্যমে পৃথিবী ও মানব স্বাস্থ্যকে উন্নত করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ ত্বরান্বিত করার উদ্দেশে সপ্তাহ পালন করা হচ্ছে।

সপ্তাহ পালন উপলক্ষে শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ানোর উপকারিতার বিষয়ে প্রচার-প্রচারণা, অনলাইনে বয়স ভিত্তিক রচনা প্রতিযোগিতা, ফেসবুক পোস্ট ও ফোনের মাধ্যমে সম্পূর্ণ ফ্রি পুষ্টিবার্তামূলক সেবা দেয়া হবে বলেও অনুষ্ঠানে জানানো হয়।

এ সময় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

এ বিভাগের আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.bangla24bdnews.com কর্তৃক সংরক্ষিত
Customized By NewsSmart