ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে আরো ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭৫১ জনে।
শনিবার (১৮ জুলাই) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন কার্যালয়ে দায়িত্বরত ডা. সানজিদা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সরকারি ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের পিসিআর ল্যাবে ২৪৪টি নমুনা পরীক্ষায় এই ২৯ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৪০টি নমুনা পরীক্ষায় ২০ জনের করোনা শনাক্ত হয়।
নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন- সদর উপজেলায় ১৬ জন, আশুগঞ্জ উপজেলায় ৪ জন, আখাউড়া উপজেলায় ১৩ জন, নবীনগর উপজেলায় ৮ জন, কসবা উপজেলায় ৪ জন, সরাইল উপজেলায় ৩ জন ও নাসিরনগর উপজেলায় ১ জন।
জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭০৬ জন। মারা গেছেন ২৭ জন। আইসোলেশনে রয়েছেন ৯৭৭ জন।