1. admin@bangla24bdnews.com : b24bdnews :
  2. robinmzamin@gmail.com : mehrab hossain provat : mehrab hossain provat
  3. maualh4013@gmail.com : md aual hosen : Md. Aual Hosen
  4. tanvirahmedtonmoy1987@gmail.com : shuvo khan : shuvo khan
শুক্রবার, ০৩ জুলাই ২০২০, ১১:০২ অপরাহ্ন

করোনা: ৭৯ গণমাধ্যমে ২৪৪ জন সংবাদকর্মী আক্রান্ত

স্টাফ রিপোর্টার (বাংলা ২৪ বিডি নিউজ):
  • আপডেট সময় : বুধবার, ৩ জুন, ২০২০
  • ২৯

প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত ২৪৪ জন গণমাধ্যমকর্মী আক্রান্ত হয়েছেন। এর মধ্যে আক্রান্ত তিনজন মারা গেছেন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন তিনজন। অন্যদিকে, সুস্থ হয়েছেন ৭৩ জন সংবাদকর্মী।

খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার (৩ জুন) পর্যন্ত ৭৯টি গণমাধ্যমের কর্মী আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৩৯টি বিভিন্ন পত্রিকা, বিটিভি, বেসরকারি টেলিভিশন ২২টি, নিউজ পোর্টাল ১২টি, ৪টি রেডিও এবং একটি বার্তা সংস্থার সংবাদকর্মী আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত সংবাদকর্মীর মধ্যে ২১৩ জন ঢাকায় বসবাস করেন। আর ঢাকার বাইরে ৩১ জন। তবে আক্রান্তদের সবাই রিপোর্টার নয়। কেউ কেউ ফটোসাংবাদিক, নিউজরুম এডিটর, অনুষ্ঠান বিভাগে কর্মরত, নিউজ প্রেজেন্টার, মেকাপম্যানসহ বিভিন্ন বিভাগে কর্মরত।

এদিকে, করোনায় গত ২৮ এপ্রিল দৈনিক সময়ের আলোর সিটি এডিটর, চিফ রিপোর্টার এবং জ্যেষ্ঠ সাংবাদিক হুমায়ুন কবির খোকনের মৃত্যু হয়। এরপর মারা যান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সিনিয়র সাংবাদিক সুমন মাহমুদ। তার বয়স হয়েছিল ৭০ বছর। ৩১ মে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বেসরকারি টিভি চ্যানেল এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান ও দেশের স্বনামধন্য আবৃত্তিকার মোস্তফা কামাল সৈয়দ। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া তিন সাংবাদিক হলেন- দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আসলাম রহমান, দৈনিক সময়ের আলোর সিনিয়র সাব-এডিটর মাহমুদুল হাকিম অপু এবং দৈনিক বাংলাদেশের খবরের ফটোগ্রাফার এম মিজানুর রহমান খান।

বিভিন্ন গণমাধ্যমে আক্রান্ত-সুস্থের সংখ্যা-

১. ইন্ডিপেন্ডেন্ট টিভির ঢাকার ৬ জন সংবাদকর্মী, ১ জন ভিডিও এডিটর, ১ জন ক্যামেরাপারসন, চট্টগ্রাম ব্যুরো অফিসের এক জন রিপোর্টার এবং এক জন ক্যামেরাপারসন এবং মানিকগঞ্জ প্রতিনিধিসহ মোট আক্রান্ত ১১, সুস্থ-২।

২. যমুনা টিভির ২ জন রিপোর্টার, একজন উপস্থাপক এবং নরসিংদী প্রতিনিধিসহ মোট আক্রান্ত ৪, সুস্থ-২।

৩. দীপ্ত টিভির ৮ সংবাদকর্মী, সুস্থ-৬।

৪. এটিএন নিউজের একজন রিপোর্টার এবং তিনি সুস্থ হয়েছেন।

৫. আমাদের নতুন সময়ের ৫ জন সংবাদকর্মী, সুস্থ-১।

৬. একাত্তর টিভির ডেস্কের ৩ জন, ২ জন রিপোর্টার, একজন প্রেজেন্টার, একজন ক্যামেরাপারসন, একজন প্রডিউসার, গাজীপুর প্রতিনিধি এবং নোয়াখালীর একজন ক্যামেরাপারসনসহ মোট ১০, সুস্থ-১।

৭. বাংলাদেশের খবরের একজন রিপোর্টার, তিনি সুস্থ হয়েছেন।

৮. দৈনিক সংগ্রামের একজন, তিনি সুস্থ হয়েছেন।

৯. মাছরাঙা টিভির একজন সংবাদকর্মী এবং সাধারণ সেকশন থেকে একজন কর্মকর্তাসহ আক্রান্ত ২ জন, সুস্থ-১।

১০. নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা পত্রিকার সম্পাদক আক্রান্ত হয়েছে এবং বর্তমানে তিনি সুস্থ।

১১. রেডিও টুডের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি, সুস্থ বর্তমানে।

১২. ভোরের কাগজের বামনা উপজেলা (বরগুনা) প্রতিনিধি, সুস্থ বর্তমানে।

১৩. চ্যানেল আই-এর একজন সংবাদকর্মী, একজন ক্যামেরাপারসন, একজন ভিডিও এডিটর, চট্টগ্রাম অফিসের একজন সংবাদকর্মী এবং অনুষ্ঠান বিভাগের একজনসহ আক্রান্ত ৫ জন, সুস্থ-১।

১৪. দৈনিক প্রথম আলোর ২ জন, সুস্থ-২।

১৫. দৈনিক আলোকিত বাংলাদেশের একজন কর্মী এবং কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি, সুস্থ-২।

১৬. নিউজ পোর্টাল পূর্বপশ্চিমের একজন সংবাদকর্মী এবং জামালপুর প্রতিনিধিসহ আক্রান্ত ২, সুস্থ-১।

১৭. দৈনিক আজকালের খবরের বামনা (বরগুনা) প্রতিনিধি, সুস্থ বর্তমানে।

১৮. নিউজ পোর্টাল বিবার্তার একজন সংবাদকর্মী, সুস্থ বর্তমানে।

১৯. দৈনিক ইনকিলাবের একজন সংবাদকর্মী, সুস্থ বর্তমানে।

২০. দৈনিক জনতার ৩ জন সংবাদকর্মী, সুস্থ-১।

২১. দৈনিক কালের কণ্ঠের ৬ জন সংবাদকর্মী এবং অন্য সেকশনের ৪জন কর্মীসহ মোট আক্রান্ত ১০, সুস্থ-১।

২২. এনটিভির ৩ জন রিপোর্টার, ২ জন নিউজ এডিটর, অনুষ্ঠান বিভাগের একজন কর্মকর্তা, ৬ জন ক্যামেরাম্যান, ২ জন নিউজ প্রেজেন্টার, একজন মেকাপম্যান, অনুষ্ঠান বিভাগের আরও ৪ এবং অনলাইনের একজন ফটোগ্রাফারসহ মোট আক্রান্ত ২০, সুস্থ-৩। অনুষ্ঠান প্রধান মোস্তফা কামাল সৈয়দ মারা যান ৩১ মে।

২৩. দৈনিক আমার বার্তার সম্পাদক, সুস্থ বর্তমানে।

২৪. আরটিভির ৫ জন সংবাদকর্মী, সুস্থ-৪।

২৫. বাংলাভিশনের একজন রিপোর্টার, সুস্থ বর্তমানে।

২৬. এসএ টিভির ঢাকায় ৩ জন সংবাদকর্মী, একজন কর্মকর্তা, একজন সাউন্ড এডিটর এবং গাজীপুর প্রতিনিধিসহ মোট ৬ জন।

২৭. দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক হুমায়ুন কবির খোকন (মৃত), এবং দৈনিকটির আরও ৪ জন সংবাদকর্মী ও জেনারেল সেকশনের ৩ জন কর্মী। সিনিয়র সাব এডিটর মাহমুদুল হাকিম অপু করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

২৮. যশোরের স্থানীয় দৈনিক লোকসমাজের একজন সাব-এডিটর, সুস্থ বর্তমানে।

২৯. দৈনিক প্রতিদিনের সংবাদের একজন রিপোর্টার, সুস্থ বর্তমানে।

৩০. নতুন সময় টিভির (আইপিটিভি) একজন নিউজ প্রেজেন্টার, সুস্থ বর্তমানে।

৩১. দৈনিক দেশরূপান্তরের ২ জন সংবাদকর্মী এবং চট্টগ্রাম অফিসের একজন ফটোগ্রাফারসহ আক্রান্ত ৩।

৩২. রেডিও আমারের একজন সংবাদকর্মী।

৩৩. দৈনিক ইত্তেফাকের ৭ জন সংবাদকর্মী, সম্পাদনা বিভাগের ২ জন, কম্পিউটার সেকশনের ৮ জন এবং সাধারণ সেকশনের ২ জন কর্মচারীসহ মোট ২১ জন, সুস্থ-১৯।

৩৪. দেশ টিভির একজন নিউজ প্রেজেন্টার।

৩৫. বিটিভির একজন কর্মকর্তা, ২ জন রিপোর্টার এবং লক্ষ্মীপুর প্রতিনিধিসহ আক্রান্ত ৪, সুস্থ-১।

৩৬. ডিবিসি নিউজের একজন সংবাদকর্মী, সুস্থ বর্তমানে।

৩৭. দৈনিক মানবজমিনের একজন সংবাদকর্মী।

৩৮. এটিএন বাংলার ২ জন সংবাদকর্মী।

৩৯. সময় টিভির ৮ জন সংবাদকর্মী, চট্টগ্রাম অফিসের একজন সংবাদকর্মীসহ ১২ জন আক্রান্ত।

৪০. ডেইলি সানের ২ জন সংবাদকর্মী।

৪১. যায়যায়দিনের রিডিং সেকশেনের একজন, সুস্থ বর্তমানে।

৪২. ঢাকা ট্রিবিউনের ৩ জন সংবাদকর্মী ও জেনারেল সেকশনের একজনসহ মোট ৩ জন, সুস্থ-৩।

৪৩. বাংলা ট্রিবিউনের একজন সংবাদকর্মী এবং রিডিং সেকশনের একজনসহ আক্রান্ত ২ জন।

৪৪. একুশে টিভির ২ জন সংবাদকর্মী।

৪৫. চ্যানেল ২৪ এর ঢাকার ১২ জন সংবাদকর্মী একজন লাইটম্যান, একজন সাউন্ড এডিটর এবং চট্টগ্রাম অফিসের একজন রিপোর্টার ও একজন ক্যামেরাম্যানসহ মোট ১৬ জন, সুস্থ-২।

৪৬. ডেইলি স্টারের একজন সংবাদকর্মী, সুস্থ বর্তমানে।

৪৭. বার্তা সংস্থা ইউএনবির চট্টগ্রাম প্রতিনিধি।

৪৮. নিউজ পোর্টাল বার্তা২৪ এর একজন বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, সুস্থ বর্তমানে।

৪৯. এশিয়ান টেলিভিশনের ২ জন।

৫০. চট্টগ্রামের নিউজ পোর্টাল সিভয়েস২৪ডটকমের একজন রিপোর্টার।

৫১. নিউ নেশনের একজন সংবাদকর্মী।

৫২. রেডিও ধ্বনির একজন সংবাদকর্মী।

৫৩. নিউজ পোর্টাল ঢাকা টাইমসের মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, সুস্থ বর্তমানে।

৫৪. বাংলাদেশ প্রতিদিনের ৫ জন সংবাদকর্মী ও সাধারণ সেকশনের ৪ জনসহ মোট ৯ জন, সুস্থ-১।

৫৫. আমাদের অর্থনীতির একজন সংবাদকর্মী।

৫৬. দৈনিক নয়া দিগন্তের একজন সংবাদকর্মী।

৫৭. জাগো নিউজের একজন সংবাদকর্মী।

৫৮. আমার কাগজের একজন সংবাদকর্মী।

৫৯. দৈনিক বনিক বার্তার কম্পিউটার সেকশনের একজন কর্মী।

৬০. দৈনিক খোলা কাগজের একজন সংবাদকর্মী।

৬১. রেডিও ক্যাপিটালের ৩ জন কর্মী।

৬২. অন্যদিগন্তের একজন সংবাদকর্মী।

৬৩. ঢাকা ডিপ্লোম্যাট ডটকমের একজন সংবাদকর্মী।

৬৪. দৈনিক জনকণ্ঠের ২ জন সংবাদকর্মী।

৬৫. নিউজ ২৪ এর ২ জন সংবাদকর্মী।

৬৬. দৈনিক সমকালের একজন কর্মকর্তা এবং চট্টগ্রাম অফিসের একজন সংবাদকর্মীসহ ২ জন আক্রান্ত, সুস্থ-১।

৬৭. দৈনিক নতুন সংবাদের একজন সংবাদকর্মী।

৬৮. দৈনিক মানবকণ্ঠের একজন সংবাদকর্মী।

৬৯. দৈনিক পূর্বকোণের (চট্টগ্রাম) ২ জন সংবাদকর্মী।

৭০. দৈনিক কর্ণফুলীর (চট্টগ্রাম) একজন সংবাদকর্মী।

৭১. ‌দৈনিক আমাদের সময়ের সংবাদের একজন সংবাদকর্মী এবং ওসমানী নগর (সিলেট) প্রতিনিধিসহ আক্রান্ত ২।

৭২. রাইজিংবিডির একজন সংবাদকর্মী, সুস্থ বর্তমানে।

৭৩. বিডিনিউজ২৪ এর একজন সংবাদকর্মী।

৭৪. ‌দৈনিক সংবাদ প্রতিদিনের একজন সংবাকর্মী

৭৫. নিউজ পোর্টাল সারাবাংলার একজন সংবাদকর্মী।

৭৬. দৈনিক জবাবদিহির সহকারী সার্কুলেশন ম‌্যানেজার শেখ বারিউজ্জামান।

৭৭. মোহনা টিভির নোয়াখালী (কবিরহাট) প্রতিনিধি।

৭৮. অনলাইন পোর্টাল কক্সবাজার ভয়েজের একজন সংবাদকর্মী।

৭৯. ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের কক্সবাজার প্রতিনিধি।

ফেসবুকে আমরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.bangla24bdnews.com কর্তৃক সংরক্ষিত
Customized By NewsSmart