কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাহেবনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন।
রোববার (২৬ জুলাই) দুপুরে কুষ্টিয়া-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের পরিচয় জানা যায়নি।
মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তো. আতিক বাংলা২৪ বিডি নিউজকে বলেন, পাবনা থেকে কুষ্টিয়ামুখী যাত্রীবাহী একটি বাস সাহেবনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে বাসের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
মিরপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার রুহুল আমীন বাংলা২৪ বিডি নিউজকে বলেন, বাসটি খাদের পানিতে পড়ে পুরো ডুবে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতর থেকে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এই মুহূর্তে হতাহতের বিস্তারিত খবর বলা যাচ্ছে না। উদ্ধার অভিযান চলছে।