জরুরি বৈঠক ডেকেছে জাতীয় ঐক্যফ্রন্ট। মঙ্গলবার (০৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
সোমবার (০৬ জানুয়ারি) ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু বাংলা২৪ বিডি নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতির কারণে জাতীয় ঐক্যফ্রন্ট উদ্বেগ প্রকাশ করেছে। এ ব্যাপারে আলোচনার জন্য জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতারা মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বৈঠকে বসবেন।
বৈঠকে সভাপতিত্ব করবেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। এছাড়া ফ্রন্টের সিনিয়র নেতারাও বৈঠকে উপস্থিত থাকবেন।