গোপালগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় এক নারীসহ ২ জন নিহত হয়েছেন। শুক্রবার সকালে সদর উপজেলার পাথালিয়া ও রাতে ঘোনাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার শ্রীরামপুর গ্রামের রনজিৎ মন্ডলের ছেলে বিশ্বজিৎ মন্ডল (২৫) ও গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি মানিহার গ্রামের তাওহীদ মোল্যার স্ত্রী লাবনী বেগম (২৬)।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, শুক্রবার সকালে শহরতলীর নীচুপাড়ার একটি মেস থেকে ইঞ্জিন চালিত মাহেন্দ্র করে ঘোনাপাড়া যাচ্ছিল বিশ্বজিৎ মন্ডল।
এসময় মাহেন্দ্রটি ঢাকা-খুলনা মহাসড়কের পাথালিয়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সবজি বোঝাই একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলে বিশ্বজিৎ নিহত ও অপর ২ জন আহত হন।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। বিশ্বজিৎ চাকরির পরীক্ষা দেয়ার জন্য খুলনা যাচ্ছিলেন।
অপরদিকে, বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হতে গেলে একটি মাইক্রোবাস লাবনী বেগমকে (২৬) চাপা দেয়।
পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।