গোপালগঞ্জে নতুন করে আরো ৩৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪৬২ জনে।
সোমবার (২৭ জুলাই) সকালে গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন জানান, নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন- সদর উপজেলায় ১৯ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ৬ জন, কাশিয়ানী উপজেলায় ৬ জন, কোটালীপাড়া উপজেলায় ৫ জন ও মুকসুদপুর উপজেলায় ৩ জন।
তিনি জানান, জেলায় মোট ৭২০৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত আক্রান্ত ১৪৬২ জনের মধ্যে রয়েছেন সদর উপজেলায় ৪৮৩ জন, কাশিয়ানী উপজেলায় ২৫৪ জন, মুকসুদপুর উপজেলায় ২৫২ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ২৪০ জন ও কোটালীপাড়া উপজেলায় ২৩৩ জন। মোট সুস্থ হয়েছেন ১০২২ জন। মারা গেছেন ২৮ জন। একজন করোনা রোগী আত্মহত্যা করেছেন।