ঢাকা জজ কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. শহীদুল হক কে খুঁজে পাওয়া যাচ্ছে না।
মঙ্গলবার দুপুরে বাসা থেকে বের হওয়ার পর তিনি আর ফেরেননি। এ ঘটনায় খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন শহীদুলের স্বজনেরা।
বুধবার রাতে এ বিষয়ে কথা হয় খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘থানায় একটি জিডি করা হয়েছে। জিডি নম্বর ৯৯১ তাং ১৫.০১.২০। এসআই খোরশেদ আলম বিয়টি খতিয়ে দেখছেন। তবে বুধবার রাত পর্যন্ত তার সন্ধান মেলেনি। শহিদুলের ছবি দিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় তথ্য দেওয়া হয়েছে।’
এসআই খোরশেদ বলেন, ‘ঘটনাটি খতিয়ে দেখছি। তবে তিনি সঙ্গে মোবাইল নিয়ে বের হননি। বাসায় রেখে গেছেন। এ কারণে নির্দিষ্ট করা যাচ্ছে না সর্বশেষ তিনি কোথায় ছিলেন। কারো সঙ্গে কোনো কথা হয়েছে কি না তাও জানা যাচ্ছে না। তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি।’
শহীদুলের স্ত্রী ফাতেমা খাতুন বাংলা২৪ বিডি নিউজকে বলেন, ‘প্রতিদিনের মতো মঙ্গলবার দুপুরে বাসা থেকে বের হন ব্যাংক থেকে ৫০ হাজার টাকা তুলবেন বলে। টাকাও তোলার পর রাত পেরিয়ে গেলেও তিনি ওই দিন আর ফিরে আসেননি। তিনি ভুলে বাসায় মোবাইল রেখে যান।’
বাংলা২৪ বিডি নিউজের প্রশ্নে ফাতেমা বলেন, ‘শহীদুল সাদাসিধে মানুষ। কারো সঙ্গে শত্রুতা আছে বলে মনে হয় না। কোনো দিন তিনি এ ধরনের কথাও বলেননি।’
শহীদুল সাতক্ষীরার তালা উপজেলা সমিতি- ঢাকার উপদেষ্টা। তিনি সাতক্ষীরা জেলা সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক।