জাপানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন অবসর প্রস্তুতিকালীন ছুটিতে (এলপিআর) থাকা সচিব শাহাবুদ্দিন আহমদ।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নিয়োগের এই আদেশ জারি করা হয়েছে।
এলপিআর বা পিআরএলের ছুটির বাকি দিনগুলো স্থগিতের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য তিনি এ নিয়োগ পেয়েছেন তিনি।
জাপানে এর আগে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে রাবাব ফাতিমা। তাকে গত সেপ্টেম্বরে জাতিসংঘে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেয়া হয়।
শাহাবুদ্দিন আহমদ খাদ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালনের সময় গত ২০ ডিসেম্বর অবসর প্রস্তুতিকালীন ছুটিতে যান।