সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় তিন ধরনের প্রতিবেদনে গরমিল পাওয়ায় অসন্তোষ জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন, সংশ্লিষ্ট চিকিৎসক ও পুলিশ সুপারসহ (এসপি) সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট।
আসামির জামিনের শুনানি নিয়ে রোববার (১৭ জানুয়ারি) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও কে এম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
সংশ্লিষ্ট বেঞ্চের ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল মো. মনিরুল ইসলাম আদেশের বিষয়টি নিশ্চিত করেন।
একই সঙ্গে ওই ঘটনা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে গঠিত কমিটি ও পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) তদন্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।
শিশু ধর্ষণের ঘটনায় প্রতিবেদনের বিষয়ে ব্যাখ্যা দিতে আগামী ১৮ ফেব্রুয়ারি তাদেরকে হাইকোর্টে সশরীরে উপস্থিত হওয়ার জন্য বলেছেন আদালত। ওই দিন এ বিষয়ে শুনানির জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে।