1. admin@bangla24bdnews.com : b24bdnews :
  2. robinmzamin@gmail.com : mehrab hossain provat : mehrab hossain provat
  3. maualh4013@gmail.com : md aual hosen : Md. Aual Hosen
  4. tanvirahmedtonmoy1987@gmail.com : shuvo khan : shuvo khan
শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১, ০২:১৭ অপরাহ্ন

ধামরাইয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯
  • ২৩৮

স্টাফ রিপোর্টার (বাংলা ২৪ বিডি নিউজ) : ঢাকার ধামরাইয়ে একটি কারখানার নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে তৃতীয় তলা থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরও এক শ্রমিক সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার বারোরচিয়া গ্রামের বুদ্ধ মিয়ার ছেলে ইদুল মিয়া (২৪) ও একই এলাকার আজিম (২৩)।

নিহতদের সহকর্মী শ্রমিক মুসলিম জানান, সকালে ধামরাইয়ের বালিথায় একেএইচ গ্রুপের নির্মাণাধীন একটি ভবনে তারা ২০ শ্রমিক কাজ করছিলেন। এ সময় ভবনের তৃতীয় তলায় বাইরের অংশের একটি দেয়ালে প্লাস্টারের কাজ করছিলেন ইদুল, আনোয়ারুল ও আজিম। হঠাৎ তারা যে রশিতে বসে কাজ করছিলেন তা ছিঁড়ে যায়। এতে তিনজন নিচে পড়ে গেলে তাদের গুরুতর অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক ইদুলকে মৃত ঘোষণা করেন। পরে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় আজিমের মৃত্যু হয়।

ফেসবুকে আমরা

এ বিভাগের আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.bangla24bdnews.com কর্তৃক সংরক্ষিত
Customized By NewsSmart