পররাষ্ট্র সচিব হিসেবে প্রথম কর্মদিবসে মাসুদ বিন মোমেনকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএফএসএ)। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিবের দফতরে সংগঠনটির নির্বাহী কমিটির সদস্যরা তাকে অভিনন্দন জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিনন্দন জানানোর সময় বিএফএসএর ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ মাহমুদ খন্দকার, সাধারণ সম্পাদক খোরশেদ আলম খাস্তগীর এবং নির্বাহী কমিটির সদস্যসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় নব নিযুক্ত পররাষ্ট্র সচিবকে দায়িত্ব পালনকালে বিএফএসএর পক্ষ হতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ব্যক্ত করা হয়।