নারায়ণগঞ্জে কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মহানগর যুবদলের নেতাকর্মীরা।
শনিবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টায় শহরের গলাচিপা থেকে চাষাঢ়া পর্যন্ত এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে মিছিলটি চাষাঢ়া সান্ত্বনা মার্কেটের সামনে এসে প্রতিবাদ সমাবেশ করার সময় পুলিশ ধাওয়া নিয়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
মিছিলটি থেকে খালেদা জিয়ার মুক্তি দাবি করে নানা স্লোগান দেওয়া হয় এবং দ্রুত তার মুক্তি ও সু-চিকিৎসার দাবি করা হয়।
মিছিলে মহানগর যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে মহানগর যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল হাই জানান, বেশ কিছু লোকজন হঠাৎ একটি গলি থেকে মিছিল বের করে জননিরাপত্তা বিঘ্ন করার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।