নগরের ঐতিহ্যবাহী নিউ মার্কেট মোড়কে শহীদ কামাল চত্বর হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় নিউ মার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভ ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের উদ্বোধন শেষে মেয়র এ ঘোষণা দেন।
এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর তারেক সোলাইমান সেলিম, হাসান মুরাদ বিপ্লব, গোলাম মো. জুবায়ের, নীলু নাগ, চসিকের নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী একেএম রেজাউল করিম, মইনুল হোসেন চৌধুরী জয়।
উপস্থিত ছিলেন, কে ওয়াই স্টিলের এক্সিকিউটিভ অভিষেক সেন গুপ্ত, এসএম ইকরাম আলী, প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়নকারী প্রতিষ্ঠান আদিওস ইন্ক এর স্বত্বাধিকারী মো. আবদুল আহাদ, স্ক্রিপ্ট এর স্বত্বাধিকারী সোহান মাসুদ, এনামুল হাসান ও আরিফুল হাসান।