পাকিস্তানে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে রুহুল আলম সিদ্দিকীকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রুহুল আলম সিদ্দিকী পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার তারিক আহসানের
স্থলাভিষিক্ত হবেন।
রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী বার্লিন, দিল্লি, সিঙ্গাপুর, করাচি মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে দূরপ্রাচ্য ও প্রশান্ত মহাসাগর অনুবিভাগের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
রুহুল আলম সিদ্দিকী বিসিএস পররাষ্ট্র ক্যাডার ১১ ব্যাচের কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। এছাড়া অস্ট্রেলিয়ার মোনাস ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন তিনি।