নগরের পতেঙ্গায় দুটি শিপিং স্টোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় গুদামে থাকা মো. জাবেদ (১৮) নামে এক যুবকও আগুনে পুড়ে মারা গেছেন।
বুধবার (১ জানুয়ারি) গভীর রাতে কাটগড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পতেঙ্গা ইউনিটের দুটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে গুদামের ভেতর থেকে জাবেদ নামে ওই যুবকের পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়।
জাবেদ কুমিল্লার লাঙ্গলকোটের নোয়াপাড়া এলাকার আব্দুল লতিফের ছেলে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসীম উদ্দিন বাংলা২৪ বিডি নিউজকে বলেন, মো. আজিজ নামে একজনের মালিকানাধীন ওই দুটি শিপিং স্টোরে আগুন লাগে। আগুনের কারণ তদন্তাধীন।