স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ডাকসুতে হামলার ঘটনায় প্রকৃত অপরাধীদের ধরা হবে। গোয়েন্দারা সেভাবেই কাজ করছে।
বুধবার দুপুরে রাজধানীর শেরেবাংলা বালক উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেদিনের হামলার সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে। ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করা হবে। গোয়েন্দাদের সেভাবেই নির্দেশ দেয়া হয়েছে। সেক্ষেত্রে যারা অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
অনুষ্ঠানে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সুস্থ-সুন্দর সমাজ গড়তে তরুণদের মাদকের ভয়ানক ছোঁবল থেকে দূরে থাকতে হবে। জঙ্গিবাদ আমরা অনেকাংশে নির্মূল করেছি। অনেক জঙ্গি গ্রেপ্তার বা ফাঁসি হয়েছে। এ কারণে আমরা বলতে পারি, তারা আর মাথাচাড়া দিতে পারবে না। ঠিক তেমনই মাদকও নির্মূল হবে। প্রধানমন্ত্রী এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছেন।’