ভারতের নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বেশ জোরালো আন্দোলনে রয়েছে তৃণমূল কংগ্রেস। আইনের বিরোধিতায় সরব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মোদি সরকারকে রীতিমতো তুলোধুনা করছেন তিনি। আর এই উত্তাপের মধ্যেই কলকাতায় যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী ১০ জানুয়ারি কলকাতায় যাবেন মোদি। পরদিন ১১ জানুয়ারি কলকাতা পোর্টট্রাস্টের ১৫০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। তবে এই সফরে মমতার সঙ্গে দেখা হবে কি না, সে বিষয়টি নিশ্চিত নয়।
সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে কয়েক দিন আগেই দিল্লির রামলীলা ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করেছিলেন মোদি। মমতাবে উদ্দেশ করে তিনি বলেছিলেন, ‘দিদি আপনি এত ভয় পাচ্ছেন কেন? আপনিই তো সংসদে দাঁড়িয়ে বাংলাদেশি অনুপ্রবেশ ঠেকানোর জন্য সরব হয়েছিলেন কিছু বছর আগে। হঠাত্ পাল্টে গেলেন কেন?’