ব্রাজিলে করোনাভাইরাসে প্রথম রোগী শনাক্তের পাঁচ মাস পূর্ণ হলো রোববার (২৬ জুলাই)। এই দিনে দেশটিতে কোভিডে আক্রান্তের সংখ্যা ২৪ লাখ ছাড়িয়ে গেলো।
ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী নতুন করে আরও ২৪ হাজার ৫৭৮ জন আক্রান্তের খবর দিয়েছে, মোট সংখ্যা বেড়ে ২৪ লাখ ১৯ হাজার ৯১ জন।
প্রাণঘাতী ভাইরাস একই সময়ে আরও ৫৫৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে। তাতে ব্রাজিলে মোট মৃত্যু ৮৭ হাজার ছাড়িয়ে গেছে।
গত ২৬ ফেব্রুয়ারি দেশটিতে প্রথম রোগী শনাক্ত হয়। তারপর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।
বিশ্বে আক্রান্তের সংখ্যায় ব্রাজিলের অবস্থান শীর্ষ দেশ যুক্তরাষ্ট্রের পরে, যে দেশে মোট রোগী ৪৩ লাখ ছাড়িয়ে গেছে। মৃত্যুতেও মার্কিনিদের পরে আছে ব্রাজিল।
করোনার বিস্তার রুখতে বিধিনিষেধ জারি থাকলেও এর বিরুদ্ধে ছিলেন প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। মাস্ক পরা তো দূরের কথা, সামাজিক দূরত্ব মেনে চলাতেও আপত্তি ছিল তার। অবশ্য করোনা থেকে তিনিও ছাড় পাননি। গত ৭ জুলাই তার পজিটিভ হয়, তিনবার পরীক্ষার পর গত শনিবার করোনামুক্ত হন তিনি। প্রেসিডেন্টের করোনা মোকাবিলায় নেওয়া পদক্ষেপের বরাবরই সমালোচনা করে গেছেন দেশটির সংক্রাম ব্যাধি বিশেষজ্ঞদের সংগঠন।