নারায়ণগঞ্জের ফতুল্লাা ভুইগড়ে রূপায়ন টাউনের একটি ভবন থেকে এক শ্রীলঙ্কান নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রেবেকা অধিকারিণী (৩২। সোমবার দুপুরে রূপায়ন টাউনের ১১ নম্বর ভবনের তৃতীয় তলা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত রেবেকা কুনচুঙ্গা নামে একটি বায়িং হাউজের মার্চেন্ডাইজার পদে কর্মরত ছিলেন।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, রেবেকা আত্মহত্যা করেছেন বলে পুলিশ প্রাথমিক ভাবে নিশ্চিত হয়েছে। ওই ফ্ল্যাটে তার সঙ্গে তার ফুপু বসবাস করতেন। কিন্তু ঘটনার সময় তার ফু ফ্ল্যাটে ছিলেন না। কী কারণে এ ধরণের ঘটেছে তা যাচাই করে দেখা হচ্ছে।