নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার মাসদাইর ((শোভন গার্মেন্টস সংলগ্ন) এলাকায় অভিযান চালিয়ে র্যাব-১১ এর একটি টিম ৪ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে সাড়ে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ১০ হাজার টাকা। গ্রেফতারকৃতরা হলো- আসিফ আহমেদ খোকন (৫০), মোঃ বাদশা মিয়া (৪০), মোঃ জাহাঙ্গীর আলম (৩৪), মোঃ মামুন খান (৩৩)। শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-১১ নারায়ণগঞ্জ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, গ্রেফতারকৃত চার আসামী এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য বিক্রয় করে আসছিল। জিজ্ঞসাবাদ শেষে রোববার বিকালে তাদের ফতুল্লা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।