বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ৫০ জনের।
শুক্রবার (২৪ জুলাই) বগুড়ায় দুটি হাসপাতালের করোনা ইউনিট থেকে একদিনে সর্বোচ্চ ১৮৪ জন সুস্থ হয়েছেন। বগুড়ায় মোট করোনায় আক্রান্ত হয়েছে ৪ হাজার ৪২০ জন। এ পর্যন্ত মারা গেছে ৯১ জন। আর জেলায় মোট সুস্থ হয়েছে ২ হাজার ৭৫৯ জন।
বগুড়া সিভিল সার্জন কাযালয়ের স্বাস্থ্য কমকর্তা ডা. ফারজানুল ইসলাম নির্ঝর জানান, বগুড়ায় নতুন করে ২১৫ জনের নমুনা পরীক্ষা করে ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে পুরুষ ৩৫ জন, নারী ও শিশু ১৫ জন।