রাজপথে আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে বিএনপিকে দাঁতভাঙা জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান।
‘গণতন্ত্রের বিজয় দিবস’ উপলক্ষে সোমবার (৩০ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে বক্তৃতাকালে তিনি এ হুঁশিয়ারি দেন।
গত বছরের ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনের মাধ্যমে ‘গণতন্ত্রের বিজয়’ হয়েছে দাবি করে দিনটিকে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে পালন করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। অন্যদিকে সেই নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে বিএনপিসহ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ বা ‘কালো দিন’ হিসেবে পালন করে আসছে।
আব্দুর রহমান বলেন, এটা কালো দিন নয়, এটা সাদা দিন। একইসঙ্গে গণতন্ত্রের শুভযাত্রা শুরু হয়েছিল। কিন্তু আজকে ওই বিএনপির মতো রাজনৈতিক অশুভ শক্তিকে আমি একটিমাত্র কথা বলতে চাই, কোনো অজুহাতেই (বিএনপি চেয়ারপারসন) খালেদা জিয়ার মুক্তি রাজপথে হবে না। কোনো অজুহাতেই আপনাদের রাজপথে নামতে দেব না। এ দিন রাজপথের দখল থাকবে আওয়ামী লীগের নেতাকর্মীদের, রাজপথের দখল থাকবে আমাদের।
তিনি বলেন, খালেদার মুক্তির মীমাংসা কেবল আদালতেই হতে পারে। রাজপথে আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং দেশবাসী আপনাদের দাঁতভাঙা জবাব দেবে।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহাম্মদ মান্নাফীর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, এস এম কামাল হোসেন প্রমুখ।