ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির কাউন্সিলর প্রার্থীদের সাক্ষাৎকার চলছে। রোববার সকাল ১০টা থেকে এ সাক্ষাৎকার শুরু হয়।
উত্তরের কাউন্সিলর প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হচ্ছে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে। দক্ষিণের প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হচ্ছে নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে।
বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাজাহানকে প্রধান সমন্বয়কারী করে ঢাকা উত্তরে ও চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামকে প্রধান সমন্বয়কারী করে ঢাকা দক্ষিণের কাউন্সিলর বাছাই কমিটি করা হয়।
উত্তরের বাছাই কমিটির অন্য সদস্যরা হলেন- ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি নেতা এম এ কাইয়ুম, বজলুল বাসিদ আঞ্জু, আহসান উল্লাহ আহসান।
অন্যদিকে দক্ষিণের বাছাই কমিটির অন্য সদস্যরা হলেন- ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাজাহান, আব্দুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, বিএনপি নেতা আবুল বাসার ও নবী উল্লাহ নবী।
চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বলেন, মহিলা কাউন্সিলর (সংরক্ষিত আসন) প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হবে দুপুরে গুলশান কার্যালয়ে। মহিলা কাউন্সিলর বাছাইয়ের জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানকে প্রধান সমন্বয়ক করে একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, জেবা খান, অ্যাডভোকেট নিপুণ রায় ও মহানগর উত্তর-দক্ষিণ মহিলা দলের সভানেত্রী।