ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির ছয় সদস্যের প্রতিনিধি দল।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সোমবার বিকেল ৪টায় শুরু হওয়া এই বৈঠকে ঢাকা উত্তরের বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আওয়াল, দক্ষিণের মেয়রপ্রার্থী ইশরাক হোসেন উপস্থিত রয়েছেন।
প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া আরও রয়েছেন স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার ও যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।
প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর বৈঠকে উপস্থিত রয়েছেন।
জানা গেছে, বৈঠকে সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার না করার জন্য দাবি জানাবেন তারা। এছাড়াও সবার জন্য সমান সুযোগ প্রস্তুতসহ বিএনপি প্রার্থীদের যেন হয়রানি করা না হয়, সে বিষয়ে নির্বাচন কমিশনের কাছে দাবি তুলে ধরা হবে।
বৈঠকে সিইসি ছাড়াও নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, কবিতা খানম ও রফিকুল ইসলাম উপস্থিত রয়েছেন। এছাড়াও দুই সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন ও আবুল কাশেম উপস্থিত রয়েছেন।