কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন তার স্বজন ও পরিবারের সদস্যরা।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে তাদের দেখা করার কথা রয়েছে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বাংলা২৪ বিডি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দিদার জানান, শনিবার বিকেল ৩টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সাক্ষাৎ করতে তার পরিবারের সদস্যরা সেখানে যাবেন।
যারা সাক্ষাৎ করবেন তারা হলেন-খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম, ভগ্নিপতি রফিকুল ইসলাম, ভাই শামীম ইস্কান্দার, ভাবী কানিজ ফাতেমা, ভাতিজা অভিক ইস্কান্দার, ভাগ্নি শাহিনা জামান খান।
সর্বশেষ গত ১৩ নভেম্বর খালেদা জিয়ার সঙ্গে পরিবারের সদস্যরা সাক্ষাত করেছিলেন। এরপর দুই দফা সাক্ষাতের আবেদন করলেও তাদের দেখা করার অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ওইদিন থেকেই কারাবন্দি খালেদা জিয়া। অসুস্থতার কারণে গত ১ এপ্রিল থেকে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।